সাম্প্রদায়িকতা : যা কখনো লিখে চাই নি!

সাম্প্রদায়িকতা : যা কখনো লিখে চাই নি!

====================

একটা পুরোনো ঘটনা দিয়ে শুরু করি?

এবার এক শকুনের ছানা মানুষের গোস্ত খাবে বলে তার বাবাকে বলে৷ সে রাজি হয়। সারাদিন শেষে বাবা শকুনটা খালি ফিরে এলে শকুন ছানাটা বলে, "মানুষের গোস্ত আনো নাই কেন?"

বাবা শকুনটি বললো, আসবে। টেনশন নিও না।
শকুন ছানা রাগ, বলে গোস্ত আনবাই বা কি করে? কাটাকুটি করার জন্য কোন অস্ত্র নিয়ে যাও নি তো...

তখন বাবা শকুনটি বললো, মানুষের শক্তির সাথে পারবো না। তাই ভিন্ন রাস্তা ব্যাবহার করেছি... "আমি সারাদিন ঘুরে ঘুরে লোকেদের মাঝে ধর্মের ফ্যাসাদ লাগিয়ে দিয়েছি। আর মনে রাখবা, যখন ধর্ম হবে মুখ্য, তখন মানুষের গোস্তের অভাব হবে না!!

শকুন ছানাটির হয়তো এর পরে আর বেশি অপেক্ষা করতে হয় নি.....

-----------------------------

আমি ধর্ম নিয়ে লিখালিখি বাদ দিয়েছি বহুদিন ধরেই। যদিও আজকে চরম ঘৃণা নিয়ে লিখতে হচ্ছে!
গত কয়েক বছরে বহুবার এমন হয়েছে,
কোন একটি সাধারণ ঘটনা কে কেন্দ্র করে দিনের পর দিন মুসলিম নিধন চলেছে। যেখানে আমরা মুসলিমরা জানতাম, কাজটি মুসলমান করেই নি!
আমাদের ঈমানি দায়িত্ব ছিলো তাদের পাশে দাঁড়ানো, আমরা পারি নি (ব্যার্থতার দায় নিতেই হবে আমাদের)! আমরা মনে মনে ধিক্কার দিলাম। সবাই জানতাম এটা ঠিক নয়...
সাব্যস্ত করলাম, "বেশক হারাম কাজ!"

-------------------

আচ্ছা, এবার আসুন দেশের ঘটনায়।
একটু ভাবুন, কেউ কেন এত্ত গুরুত্বপূর্ণ ও বৃহৎ পুঁজোতে কোরআন অবমাননা করবে? কোন ফায়দা তাদের? যেখানে তৌহিদী জনতা নামে সৈন্য-সামন্ত রয়েছে(!)

Does this make any sense?

তর্কের খাতিরে ধরুন তারা কোরআন অবমাননা করতেই রেখেছে। তাহলে কেন মুল দেবীর পায়ে না রেখে হনুমানের পায়ে রাখলো?

ভারতীয় আধিপত্য এ দেশে ছিলো, আছে, থাকবে যতদিন ভারত বিভক্ত না হবে। এটা ওপেন সিক্রেট!
❝তথ্য প্রতিমন্ত্রীর ওয়াজ নসীহতে বোঝেন নাহ?❞
তার পরে কথা, লোকের হাতের নাগালের মাঝেই রাখলো। কেন? একদম সুন্দর বাধাই করা কোরআন শরিফ!?

আর বোঝাই যাচ্ছে, এটা ষড়যন্ত্রমুলক। আর আপনারাও দেদারসে আশপাশের বিভিন্ন হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে জান্নাত কনফার্ম করে নিচ্ছেন! বাহ...

দিন শেষে ভারত যা করলো, আপনারা তো তাই করছেন এখন! যে প্রতিহিংসার ভারতের জন্য হারাম ও ন্যক্কারজনক, সেটা আপনাদের জন্য জান্নাত লাভের সম্ভাবনা!?

দুই দেশে একই কাজ আর বিচার ভিন্ন?
কবে বোধগম্য হবে আমাদের?

---------------------------

এটা সত্যি যে, ঘটনাটায় হিন্দু জড়িত। সাথে সেই পুজোর কমিটি! যেখানে ছবি ফেইসবুকে চলে আসে, থানায় খবর যায়, ❝বাংলাদেশের পুলিশ❞ এসেও দেখে! সেখানে পুরোহিত ও তাদের সাগরেদরা কোন ---ছিলো? তারা কেন এতদুর আসতে দিলো?

তাদের যোগসাজশে এমনটা ঘটেছে, এটা কনফার্ম!
তাদের যা খুশি করেন, আমিও "সহমত ভাই"
কিন্তু সেই জের নিতে যদি অন্য কোথাও সহিংসতা হয়, এটা মানা যাবে?

ভারত একজনের জন্য যখন গোটা কওমকে পোড়ায়, তখন সেটা যেমন পাপ, এখন যা হচ্ছে এটাও..

বিচারকার্যে আমি খুবই কঠৌর। আমি অবশ্যই ঐ পুজো কমিটিকে আস্ত রাখতাম না। শুধুমাত্র তাদের ভুলের জন্য আজ হিন্দু + মুসলিম মারা পড়লো। কিন্তু একের জন্য অন্যের ওপর করা জুলুম বন্ধ হোক..

----------------------

প্রিয়ভাই, জিহাদ দুই প্রকার..
১. জিহাদে আকবর / বড় জিহাদ (মনের সাথে)
২. জিহাদে আজগর / ছোট জিহাদ (রক্তের বিনিময়ে)

আপনি কোনটার জন্য আগে ছুটবেন?
লাখ টাকার বেতন ছেড়ে কেউ কামলা দেয় না! [তবুও আপনি চাইলে কিছু করার নেই]


আচ্ছা, জিহাদের কি প্রয়োজনীয়তা নেই?
হ্যা, অবশ্যই আছে এবং অপরিহার্য বটে! আজ যদি দেশে যুদ্ধ বাধে কিংবা ধর্মের চরমতম আঘাত আসে তখন আমাদের দাঁড়াতে হবে। এখানে একটা কিন্তু আছে...

❝দয়াল রাসুলের বানী অনুযায়ী, মুসলিমগন বুদ্ধিদিপ্ততার সাথে মোকাবিলা করবে। এবং শোনা কথায় যাচাই না করে প্রচার করবে না!❞

মরলো হিন্দু, মরলো মুসলিম। আর জিহাদের নামে কিছু শকুনের ছানাদের কার্য হাসিল করে দিলাম আমরা..

---------------------

আমি এটা কেন লিখেছি তার শানে নুযূল দেয়ার প্রয়োজন নেই। আপনারা সবই বোঝেন এবং জানেন। আমি শুধু মনে করিয়ে দিলাম, ❝সব অতিরিক্তেরও একটা সীমা থাকা উচিত!❞
দুপুর ১২ঃ১৪, ১৮ই অক্টোবর ২০২১




Comments