Posts

Showing posts from October, 2021

সাম্প্রদায়িকতা : যা কখনো লিখে চাই নি!

Image
সাম্প্রদায়িকতা : যা কখনো লিখে চাই নি! ==================== একটা পুরোনো ঘটনা দিয়ে শুরু করি? এবার এক শকুনের ছানা মানুষের গোস্ত খাবে বলে তার বাবাকে বলে৷ সে রাজি হয়। সারাদিন শেষে বাবা শকুনটা খালি ফিরে এলে শকুন ছানাটা বলে, "মানুষের গোস্ত আনো নাই কেন?" বাবা শকুনটি বললো, আসবে। টেনশন নিও না। শকুন ছানা রাগ, বলে গোস্ত আনবাই বা কি করে? কাটাকুটি করার জন্য কোন অস্ত্র নিয়ে যাও নি তো... তখন বাবা শকুনটি বললো, মানুষের শক্তির সাথে পারবো না। তাই ভিন্ন রাস্তা ব্যাবহার করেছি... "আমি সারাদিন ঘুরে ঘুরে লোকেদের মাঝে ধর্মের ফ্যাসাদ লাগিয়ে দিয়েছি। আর মনে রাখবা, যখন ধর্ম হবে মুখ্য, তখন মানুষের গোস্তের অভাব হবে না!! শকুন ছানাটির হয়তো এর পরে আর বেশি অপেক্ষা করতে হয় নি..... ----------------------------- আমি ধর্ম নিয়ে লিখালিখি বাদ দিয়েছি বহুদিন ধরেই। যদিও আজকে চরম ঘৃণা নিয়ে লিখতে হচ্ছে! গত কয়েক বছরে বহুবার এমন হয়েছে, কোন একটি সাধারণ ঘটনা কে কেন্দ্র করে দিনের পর দিন মুসলিম নিধন চলেছে। যেখানে আমরা মুসলিমরা জানতাম, কাজটি মুসলমান করেই নি! আমাদের ঈমানি দায়িত্ব ছিলো তাদের পাশে দাঁড়ানো, আমরা পারি নি (ব্যার্থ